আন্তর্জাতিক আরব আমিরাত

আবুধাবিতে জাতীয় হিন্দু মহাজোট প্রাদেশিক কমিটির দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন

সনজিত কুমার শীল

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বৈদেশিক শাখা সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির আওতাধীন গত ২৭ আগস্ট ২০২১ রোজ শুক্রবার আবুধাবি প্রাদেশিক কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ ও মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মাধ্যমে শুরু হয়। গীতা পাঠ করেন আবুধাবি রাধামাধব নাম হট্ট মন্দিরে শ্রী সুরেশ্বর জনার্দন দাস। আবুধাবি প্রাদেশিক কমিটির আহবায়ক শ্রীযুক্ত বাবু পুলক চৌধুরী সভাপতিত্বে ও সদস্য সচিব শ্রীযুক্ত বাবু অপু চন্দ্র দাশের সঞ্চালনায় উক্ত সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটি ইউএই প্রধান উপদেষ্টা শ্রীযুক্ত বাবু মৃণাল কান্তি ধর মিলন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএই কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী তপন সরকার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি ও সমন্বয়কারী শ্রীযুক্ত বাবু রুপস দাশ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রীযুক্ত বাবু সঞ্জয় শীল, রাস আল খাইমা শাখার প্রাদেশিক কমিটির সভাপতি শ্রীযুক্ত বাবু কাজল রায়, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কানু লাল দাশ, সহ-সভাপতি কিশোর চক্রবর্তী রনি। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সজল চৌধুরী। আরো বক্তব্য রাখেন মৃণাল কান্তি ধর মিলন, প্রধান অতিথি কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী তপন সরকার, নির্বাহী সভাপতি শ্রী রুপস দাশ, সাধারণ সম্পাদক সঞ্জয় শীল , সহ-সভাপতি কানু লাল দাশ, সহ-সভাপতি কিশোর চক্রবর্তী, সিনিয়র যুগ্ন সম্পাদক উজ্জ্বল দাশ, সাংগঠনিক সম্পাদক সনজিত কুমার শীল, অর্থ সম্পাদক মনতোষ শীল, সহ-অর্থ সম্পাদক রাখাল শীল ও রাজীব কুমার সুশীল, উপদেষ্টা কার্তিক চক্রবর্তী ও প্রিয়তোষ দেবনাথ, অনিল দাশ, আইন বিষয়ক সম্পাদক সৌরভ বিশ্বাস, সহ- সাধারণ সম্পাদক অনুপম ধর, প্রসেনজিৎ শীল, সদস্য সাগর শীল, সজল দাশ, সুমন দাশ, মিহির শর্মা, মিঠু মজুমদার, বিপ্লব দাস জয়, জীবন মজুমদার, তপন শীল, সঞ্জয় শীল২ , আরো উপস্থিত ছিলেন আবুধাবি শ্রী শ্রী সনাতনী গীতা সংঘের সাবেক সভাপতি স্বপন শীল, শ্রী সনাতনী বন্ধু সংগঠনের সভাপতি মিশু শীল, আল আইন শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রমের সহ-সভাপতি দয়াল বৈদ্য, সঞ্জিত সুত্রধর, মুসাফফার ব্যবসায়ী প্রদীপ দত্ত, লিটন কান্তি মল্লিক, সনাতন দাস, সুলাল শীল , সুদর্শন দাশসহ আরো অনেকে। সম্মেলনে শ্রীযুক্ত বাবু পূর্ণ চন্দ্র বর্ণিক কে সভাপতি, শ্রীযুক্ত বাবু কানু লাল দাশ কে নির্বাহী সভাপতি, শ্রীযুক্ত বাবু রুপন কান্তি দাশ কে সাধারণ সম্পাদক, শ্রীযুক্ত বাবু গোবিন্দ দেবনাথ কে সাংগঠনিক সম্পাদক ও রাজীব কুমার সুশীল কে অর্থ সম্পাদক করে প্রাদেশিক কমিটি আবুধাবি শাখা দুই বছরের জন্য ঘোষণা করেন ইউ.এ.ই কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি শ্রীযুক্ত বাবু রুপস দাশ ও সাংগঠনিক সম্পাদক সনজিত কুমার শীল।

প্রধান বক্তা বলেন – ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সময় সাম্প্রদায়িক অপশক্তিরা আবার স্বাধীন দেশে অসাম্প্রদায়িক বাংলা দেশকে অশান্ত করবার লক্ষ্যে বিভিন্ন জেলায় উপজেলায় হামলা চালাছে ৭১ এর মতো হিন্দু শুন্য করতে উঠেপড়ে লেগেছে। কিন্তু দেশের সরকার চুপচাপ। তাই বলছি সনাতনীদের অস্তিত্ব রক্ষাতে সকলকে জাতীয় হিন্দু মহাজোটে যোগ দিয়ে দেশের সরকারের কাছে দাবী আদায়ে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে এডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামানিক এর হাত কে শক্তিশালী করার আহবান জানান। অনুষ্ঠান শেষে বিশ্ববাসী করোনা থেকে মুক্তি এবং মানবকল্যাণে শান্তি কামনায় ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ এর মাধ্যমে পরিসমাপ্তি হয়।

Related Posts