পণ্য পরিবহন সেক্টর দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। দু’পক্ষের সমন্বয়ে এ সেক্টর পরিচালিত হয়। তন্মধ্যে একটি মালিক পক্ষ অন্যটি শ্রমিক পক্ষ। এ দু’পক্ষের সমন্বিত প্রচেষ্টায় পণ্য পরিবহন ব্যবসার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয়। তাই সুষ্ঠ পণ্য পরিবহন ব্যবস্থা নিশ্চিতকল্পে মালিক-শ্রমিকের ন্যায়সঙ্গত ও যৌক্তিক দাবি-দাওয়াগুলি আদায়ের জন্য কেন্দ্রীয়ভাবে গঠিত হয়েছে বাংলাদেশ ট্রাক, কাভার্ডভ্যান, ট্যাংকলরী, প্রাইমমুভার মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। সারাদেশে এ সমন্বয় পরিষদের কার্যক্রম জোরদার করার জন্য বিভাগীয় পর্যায়ে আঞ্চলিক কমিটি গঠন করার ধারাবাহিকতায় চট্টগ্রাম বিভাগেও একটি শক্তিশালী মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ গঠন করা জরুরি। চট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহন মালিক ফেডারেশনের আলোচনা সভায় এ মন্তব্য করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব মোঃ আবদুল মান্নান। সংগঠনের মাদারবাড়ীস্থ প্রধান কার্যালয়ে মহাসচিব মোঃ নূরুল আবছারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় সমন্বয় পরিষদ গঠনের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি আবু বকর ছিদ্দিক, সিনিয়র অতিরিক্ত মহাসচিব হুমায়ুন কবির সোহেল, সহ-সভাপতি যথাক্রমে আলহাজ্ব ইউছুফ সরওয়ার, মোঃ নিজাম উদ্দিন, মোঃ হোসেন তালুকদার, অতিরিক্ত মহাসচিব মোঃ এমদাদুল হক ও কে.এম মহিউদ্দিন, দফতর সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল, যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ ইউছুফ প্রমুখ নেতৃবৃন্দ। ###