চট্টগ্রাম

বীর মুক্তিযোদ্ধা কাজী ইনামুল হক দানুর মৃত্যুবার্ষিকীতে মহানগর মুক্তিযোদ্ধা সংসদের শ্রদ্ধাঞ্জলি

 

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী ইনামুল হক দানুর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ২২ সেপ্টেম্বর ২০২১ ইংরেজি বুধবার সকাল ১১টায় নগরীর চট্টেশ্বরী রোডস্থ বায়তুস সালাত জামে মসজিদ সংলগ্ন মরহুমের কবরস্থানে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের নেতৃবৃন্দরা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদের মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শফর আলী, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শেখ মাহমুদ ইসহাক, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মরহুম কাজী ইনামুল হক দানুর পুত্র কাজী মুহাম্মদ রাজীশ ইমরান প্রমূখ। ###

Related Posts