আন্তর্জাতিক আরব আমিরাত

ওমানে প্রবাসী বিএনপি পরিবার ওয়ার্ল্ড অনলাইন নামে যাত্রা শুরু

 

সনজিত কুমার শীল

সুলতান অব ওমানে সম্প্রতি প্রবাসী বিএনপি পরিবার ওয়ার্ল্ড অনলাইন নামে বাংলাদেশ জাতীয় দলের
সহযোগী সংগঠনের যাত্রা শুরু করেছেন। মোহাম্মদ মুক্তারকে সভাপতি ও মোহাম্মদ সোহানুর রহমানকে সাধারণ সম্পাদক করে ঘোষণা করা হয় এই কমিটি। প্রবাসেও বিএনপির হাতকে শক্তিশালী করা ও সাধারণ প্রবাসী জনগোষ্ঠীর কল্যানে কাজ করার লক্ষ্যেই মূলত এই সংগঠন কাজ করবে বলে জানান সংগঠনটির নব নির্বাচিত সভাপতি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুধাবি থেকে আগত সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদিকা কাজল মির্জা।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মোহাম্মদ কবির হোসেন, মোহাম্মদ সাহেদ ও মোহাম্মদ ইলিয়াস সহ আরো অনেকে।

অনুষ্ঠানে বক্তারা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ও গনতন্ত্রের ধারাবাহিকতা অব্যহত রাখতে অচিরেই একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান আয়োজন করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার আহ্বান জানান। বক্তারা আরো বলেন দলকে সুসংগঠিত করতে প্রবাসীদের ভূমিকা জরুরি। বর্তমান সরকার গণতন্ত্রকে নস্যাৎ করে দিয়েছেন। মানুষের অধিকার কেড়ে নিয়েছেন। এই অবস্থায় আওয়ামীলীগ ক্ষমতায় থাকা তাদের উচিত নয়। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপি’র নেতা-কর্মীদের প্রতি একসাথে কাজ করার জন্য আবার জানান। পরিশেষে বিশ্ববাসী করোনা থেকে মুক্তি এবং বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি করা হয়।।

Related Posts