চট্টগ্রাম সংগঠন খবর

মনিরাজ ফাউন্ডেশন মানুষের অন্তরে আজীবন বেঁচে থাকবে

সেবাকর্ম কখনো বিফলে যায়না। মনিরাজ ফাউন্ডেশনের মত যারা মানবিক কাজে নিয়োজিত থাকবে তারা মানুষের অন্তরে আজীবন বেঁচে থাকবে। এ ফাউন্ডেশন বিগত দিনের মতো আগামীতেও কল্যাণমূলক কাজে ব্রত থাকবে। চট্টগ্রাম বৌদ্ধ বিহার মিলনায়তনে মনিরাজ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত সমাজের সুবিধা বঞ্চিত অস্বচ্ছল জনগোষ্ঠীর মাঝে মানবিক উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।
মনিরাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রিয়রঞ্জন বড়ুয়ার সভাপতিত্বে ও সপু বড়–য়ার সঞ্চালনায় অনুষ্ঠিত উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিএনপি নিউজ ও চারু আড্ডার প্রধান উদ্যোক্তা চারুউত্তম বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব’র সাধারণ সম্পাদক স্বপন কুমার বড়ুয়া, সিএনপি নিউজের প্রতিনিধি বিপ্লব বড়ুয়া, সীবলী সংসদের সভাপতি বিকাশ বড়ুয়া, অরুপ কুমার বড়ুয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডা. রাজীব বড়ুয়া, সংস্থার নির্বাহী সদস্য বিশ্বজিৎ বড়ুয়া, রাজস্ব বড়ুয়া, বাবলু বড়ুয়া, কোষাধ্যক্ষ শাশ্বতী বড়ুয়া তন্বী, স্বপ্নীল বড়ুয়া প্রমুখ।##

Related Posts