নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় (কুমিরা) ষ্টেশনের যাত্রী সুবিধা বৃদ্ধির জন্য নতুন ষ্টেশন ভবন নির্মাণ, প্লাটফর্ম নির্মাণ, ষ্টেশন এপ্রোচ রোড এবং প্লাটফর্ম শেড নির্মাণ কাজ বুধবার শুভ উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় এর সংসদীয় কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এম.পি,। ড. আবু রেজা মোঃ নেজামুদ্দিন নদভী এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অতিথি ছিলেন খাদিজাতুল আনোয়ারা সনি এম.পি। এটি বাস্তবায়ণ করছে মেসার্স কর্ণফুলী বিল্ডার্স এন্ড সাপ্লাইয়ার্স। প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারি রোটারিয়ান শাহাদাত হোসেন তানিম বলেন,এটি একটি গুরুত্বপূর্ণ স্টেশন। নির্ধারিত সময়ে কাজ শুরু এবং সম্পন্ন হবে। এর উদ্ভোধন করায় মাননীয় এমপি এ.বি.এম ফজলে করিম চৌধুরীর নিকট আমি কৃতজ্ঞ।