চট্টগ্রাম স্বাস্থ্য

পরিবার পরিকল্পনা  চার উপ-পরিচালকের বিদায়-বরণ অনুষ্ঠান

 

পরিবার পরিকল্পনা কার্যালয় চট্টগ্রাম বিভাগের অধীন চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক ডা. উ খ্যে উইনের বদলীজনিত, কুমিল্লা জেলার উপ-পরিচালক মোঃ মাহবুবুল করিমের অবসরজনিত বিদায় এবং পরিবার পরিকল্পনা চট্টগ্রাম জেলার নবাগত উপ-পরিচালক সুব্রত কুমার চৌধুরী ও কুমিল্লা জেলার নবাগত উপ-পরিচালক মোঃ আবুল কালামের যোগদান উপলক্ষে বরণ অনুষ্ঠান আজ শনিবার বেলা ১২টায় নগরীর আগ্রাবাদস্থ পরিবার পরিকল্পনা ভবনে অনুষ্ঠিত হয়। পরিবার পরিকল্পনা চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ও সরকারের যুগ্ম সচিব মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি রাউজান) ডা. রাবেয়া বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায়-বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (এমসিএইচ-সার্ভিসেস) ডা. মোহাম্মদ শরীফ। বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা চট্টগ্রামের বিদায়ী উপ-পরিচালক ডা. উ খ্যে উইন, কুমিল্লা জেলার বিদায়ী উপ-পরিচালক মোঃ মাহবুবুল করিম, পরিবার পরিকল্পনা চট্টগ্রাম জেলার নবাগত উপ-পরিচালক সুব্রত কুমার চৌধুরী, কুমিল্লা জেলার নবাগত উপ-পরিচালক মোঃ আবুল কালাম, পরিবার পরিকল্পনা চট্টগ্রাম রিজিওনাল কনসালট্যান্ট ডা. ছেহেলী নার্গিস, সহকারী পরিচালক শাহান ওয়াজ ও দৈনিক সমকাল’র চট্টগ্রাম ব্যুরো প্রধান সারোয়ার সুমন, মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা. হোসেন আল মামুন, মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা. শামীমা জান্নাত, ডবলমুরিং থানা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ খোরশেদ আলম, কর্ণফুলী থানা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমিত ভট্টাচার্য, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অফিস তত্ত¡াবধায়ক মোঃ দবীর উদ্দিন। অনুষ্ঠানে বিদায়ী ও নবাগত কর্মকর্তাদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। এসময় পরিবার পরিকল্পনা বিভাগের সর্বস্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিদায়-বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (এমসিএইচ-সার্ভিসেস) ডা. মোহাম্মদ শরীফ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রমগুলো ঢেলে সাজানো হয়েছে। পরিবার পরিকল্পনায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা চ্যারেঞ্জ নিয়ে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন বলেই তৃণমুল পর্যায় থেকে শুরু করে শহরাঞ্চলেও সেবার মান দৃশ্যমান হচ্ছে। বিদায়ী ও নবাগত কর্মকর্তারা অত্যন্ত মানবিক। তারা মানুষের বাড়ি বাড়ি গিয়ে শতভাগ সৎ ও দক্ষতার সাথে পরিবার পরিকল্পনা বিষয়ক সেবাগুলো পৌঁছে দিয়েছেন। অধীন মা-শিশু কল্যাণ কেন্দ্র, উপজেলা ও ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে সেবার মান বৃদ্ধি করা হলে ভবিষ্যতে পরিবার পরিকল্পনা চট্টগ্রাম বিভাগ সারাদেশে শীর্ষ অবস্থানে থাকবে। এ জন্য এখন থেকে প্রত্যেককে আরও আন্তরিকভাবে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে পরিবার পরিকল্পনা চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ও সরকারের যুগ্ম সচিব মোঃ হাবিবুর রহমান বলেন, পরিবার পরিকল্পনা সেক্টরে ডাক্তার-কর্মকর্তাসহ বিভিন্ন পদে জনবল সংকট, নতুন পদ সৃষ্টি ও অন্যান্য সমস্যার বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে যথেষ্ট আন্তরিক। আরও আশাকরি শিগগিরই পরিবার পরিকল্পনা সেক্টরের সমস্যাগুলো সমাধানে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। ###

Related Posts