চট্টগ্রাম

সাগরিকায় কেমিক্যালের কারখানায় আগুন

 

নিজস্ব প্রতিবেদকঃ নগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা রোডের এক কেমিক্যালের কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সাগরিকা এ ব্লকের হোমল্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিঃ নামের এ প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১০টায়
সাগরিকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশে একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে এমন সংবাদের ভিত্তিতে ছুটে যায় স্টেডিয়ামে নিরাপত্তায় রাখা ফায়ার সার্ভিসের একটি ইউনিট।পরবর্তীতে
আগুন নেভানোর কাজে যোগ দেয় ১০টি ইউনিট। কারখানাটিতে বিপুল দাহ্যপদার্থ থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় ফায়ার
সার্ভিসের কর্মীদের।তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি এবং অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা ঘটেনি।ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। তবে ধারণা করা হচ্ছে সকালে কারখানার বৈদ্যুতিক তারে ত্রুটি দেখা দিয়েছিল। মেরামতের সময় শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান।

Related Posts