সনজিত কুমার শীল
সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিদের প্রতীক্ষার পালা শেষ হচ্ছে। রেমিট্যান্সযোদ্ধাদের জন্য বর্তমান বিশ্বের সর্বাধুনিক ই-পাসপোর্ট পাওয়ার পথ খুলছে। দূতাবাস সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।
গতকাল বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) আমিরাতের রাজধানী আবুধাবিতে ই-পাসপোর্ট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠান শুরু হবে।
ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (নিরাপত্তা ও বহিরাগমন অনুবিভাগ) সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মুহাম্মদ আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী। এতে আরো উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল সালাউদ্দিন, লেফটেন্যান্ট কর্নেল নাজমুন, এ কে এম মাজহারুল ইসলাম, আনিসুর রহমান, রাবিয়া সহ আমিরাতে অবস্থানরত বিভিন্ন কমিনিউটির নেতৃবৃন্দ। মান্যবর রাষ্ট্রদূত বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রথম যখন মেশিন রিডেবল পাসপোর্ট ২০১১ সালে (এমআরপি) পাসপোর্ট দুবাই কনস্যুলেটের কনসাল জেনারেলের দায়িত্ব কালীন সময়ে দেওয়া হয়েছিল আবার ২০২১ সালে এসে আবুধাবিতে রাষ্ট্রদূত দায়িত্ব পালনকালে মধ্যপ্রাচ্যের প্রথম আমিরাতে ই- পাসপোর্ট কার্যক্রম চালু করতে পেরে আমি আনন্দিত। ই পাসপোর্ট সেবা দেওয়ার জন্য আমরা সব সময় প্রস্তুত। যাদের পাসপোর্ট এর মেয়াদ দুই মাসের সময় কম আছেন আপনারা এসে দূতাবাসে ই- পাসপোর্ট এর জন্য আবেদন করতে পারবেন। তিনি আরো বলেন প্রবাসীদের সেবা দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, প্রবাসীকল্যাণ মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় সহ কাজ করে যাচ্ছেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মান্যবর রাষ্ট্রদূত জনাব আবু জাফর সাহেব। তিনি বলেন প্রবাসীদের এমআরপি পাসপোর্ট এর মেয়াদ শেষ হলে সাথে সাথে ই- পাসপোর্ট এর সেবা নিতে পারবেন।