আইন আদালত চট্টগ্রাম

নুরজাহান গ্রুপের এমডি রতনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

 

চট্টগ্রামে ন্যাশনাল ব্যাংকের ঋণ পরিশোধ না করার দায়ে নুরজাহান গ্রুপের এমডি জহির আহমদ রতনের পাসপোর্ট জব্দ ও দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন বলে জানান আদালতের ব্যাঞ্চ সহকারী রেজাউল করিম।

তিনি জানান, ব্যবসায়ী জহির আহমদ রতন ১১৮ কোটি ৫০ লাখ ৫১ হাজার ৮৮৩ টাকা ন্যাশনাল ব্যাংক থেকে ঋণ নেন। পরে তিনি স্ত্রী ও সন্তানকে কানাডায় পাঠিয়ে দেন। তিনি বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ৪ হাজার কোটি টাকা ঋণ নেন।

তার বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কমপক্ষে ১৫টি মামলা আছে। এ কারণে আদালত তার বিরুদ্ধে ২০২১ সালের ৮ নভেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে বৃহস্পতিবার আদালত তাকে দেশত্যাগে নিষেধাজ্ঞাসহ তার পাসপোর্ট জব্দ করার নির্দেশ দেন।

দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশের কপি এবং আগের গ্রেপ্তারি পরোয়ানার কপি অতিরিক্ত আইজিপি (বিশেষ শাখা), অফিসার ইনচার্জ (বিশেষ শাখা), শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠানোর আদেশ দেন আদালত।

 

Related Posts