আন্তর্জাতিক ওপার বাংলা

একে একে তিন নক্ষত্রের পতন

 

সিনিউজ ডেস্ক

লতা মঙ্গেশকর ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই এবার না ফেরার পথে যাত্রা করলেন উপমহাদেশের আরেক প্রখ্যাত সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী।

মাত্র ১০ দিনের ব্যবধানে ভারতীয় সংগীত জগতের তিন নক্ষত্রের পতন হয়েছে।

‘অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ)’ রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার দিবাগত রাতে মুম্বাইয়ের ক্রিটি কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৬৯ বছর।

অসংখ্য বাংলা ও হিন্দি চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়া বাপ্পি লাহিড়ী একাধারে ছিলেন গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও গায়ক। সংগীতাঙ্গনে তিনি বাপ্পি-দা নামেও সমধিক পরিচিত ছিলেন।

এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ৯০ বছর বয়সে প্রবাদপ্রতিম সংগীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আর গত ৬ ফেব্রুয়ারি আরেক কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যু হয়।

আর এর মাধ্যমে মাত্র ১০ দিনের ব্যবধানে ভারতের সংগীতাঙ্গনে এক বিরাট শূন্যতার সৃষ্টি হয়।

 

Related Posts