জাতীয় দেশজুড়ে

কুমিল্লায় ট্রাকের ধাক্কায় নিহত ৫ অটোরিকশা যাত্রী নিহত

 

সিনিউজ ডেস্ক
কুমিল্লার বুড়িচং উপজেলায় ডাম্প ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালকসহ পাঁচজনের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
ময়নামতি হাইওয়ে থানার ওসি মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, উপজেলার ময়নামতি ইউনিয়নের সিন্ধুরিয়াপাড়া কাটাজঙ্গল তুঁতবাগান এলাকার কুমিল্লা-সিলেট সড়কে শুক্রবার সকাল সাড়ে ৬টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোরিকশা চালক জুলহাস মিয়া, যাত্রী জহিরুল ইসলাম, মো. জালাল হোসেন ও সাইফুল ইসলাম। বাকি একজনের পরিচয় জানা যায়নি।
আহত দুইজনকে ময়নামতি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের নাম-পরিচয়ও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ওসি বলেন, কুমিল্লামুখী একটি অটোরিকশাটিকে পেছন থেকে একইমুখী একটি ডাম্প ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়।
নিহতদের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

 

Related Posts