আইন আদালত চট্টগ্রাম

২০০০ কোটি টাকা আত্মসাতঃ দুবাই পালানোর সময় গ্রেপ্তার আসলামের ভাই আমজাদ

 

দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দুবাই পালাতে গিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন জেলে আটক বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর ভাই আমজাদ হোসেন। বৃহস্পতিবার রাতে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার নামে ১৫টি গ্রেপ্তারি পরোয়ানা ও দেশত্যাগে নিষেধাজ্ঞা ছিল। তার বিরুদ্ধে ব্যাংকের ৩২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা রয়েছে।
গ্রেপ্তারের পর আমজাদকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে জানিয়েছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে দুবাই যাওয়ার পথে ইমিগ্রেশন সম্পন্ন করার সময় তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে সীতাকুণ্ড থানা পুলিশের হাতে তাকে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় ১৫টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে বেশির ভাগই ব্যাংকের টাকা আত্মসাতের মামলা।
সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক সুমন বণিক বলেন, তার বিরুদ্ধে অনেকগুলো মামলা রয়েছে। আমরা সবগুলোর বিষয়ে আদালতকে জানাব।
পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান রাইজিং স্টিল মিল লিমিটেডের নামে ১৯টি আর্থিক প্রতিষ্ঠানের দুই হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে আমজাদের বিরুদ্ধে। এসব অভিযোগে প্রতিষ্ঠানটির কর্ণধারদের বিরুদ্ধে ভুক্তভোগী প্রতিষ্ঠানগুলো ৩০টি মামলা করে। এসব মামলায় প্রতিষ্ঠনটির পরিচালক আমজাদ চৌধুরী, তার ভাই বিএনপি নেতা আসলাম চৌধুরী, আরেক ভাই জসিম উদ্দিন চৌধুরী, আসলাম চৌধুরীর স্ত্রী জামিলা নাজনীল মাওলা, আমজাদ চৌধুরীর স্ত্রী ইসমত জাহান ও শাহরিয়ার হোসেন চৌধুরীকে আসামি করা হয়েছে৷
এর মধ্যে ১৫টি মামলায় আমজাদ হোসেন চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
এই তিন ভাই ও আসলামের স্ত্রী জামিলার নামে ব্যাংক ঋণের ৩২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা দুদকের মামলার বিচারকাজ শুরু হয়েছে গত ৬ জানুয়ারি। আসলাম চৌধুরীকে সে সময় আদালতে হাজির করে পুলিশ। ছয় বছর ধরে কারাবন্দি আছেন তিনি।

Related Posts