চট্টগ্রাম পর্যটন

বে ওয়ান ক্রুজ জাহাজে আগুন নিয়ন্ত্রণে,ফিরে আসছে চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক

ইঞ্জিনরুমে অগ্নিকাণ্ডের পর যাত্রা বাতিল করে চট্টগ্রামে ফেরত আনা হচ্ছে সেন্টমার্টিনগামী বিলাসবহুল জাহাজ ‘বে ওয়ান ক্রুজ’। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেল থেকে জাহাজটি পতেঙ্গার উদ্দেশে রওনা দেয়। দুর্ঘটনা এড়াতে জাহাজটির সঙ্গে রয়েছে চট্টগ্রাম সমুদ্রবন্দরের একটি শক্তিশালী টাগবোট।

জানা গেছে, চট্টগ্রাম-সেন্টমার্টিন রুটে চলাচলকারী একমাত্র যাত্রীবাহী জাহাজ ‘বে ওয়ান ক্রুজ’।  (বৃহস্পতিবার) দিনগত রাতে যাত্রী নিয়ে জাহাজটি পতেঙ্গা ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে রওনা দেয়। ঘণ্টাখানেক না যেতেই জাহাজটির ইঞ্জিনরুমে ধোঁয়া দেখা যায়। এতে চরম আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তাৎক্ষণিকভাবে জাহাজ কর্তৃপক্ষের পক্ষ থেকে যাত্রীদের লাইফ জ্যাকেট পরতে বলা হয়।

ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এলে জাহাজটি বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে নোঙর করা হয়। সেখানে রাতে অবস্থান করে জাহাজটি। সকালে বন্দর থেকে পাঠানো হয় একটি শক্তিশালী টাগবোট। এটিকে সঙ্গে নিয়ে যাত্রা শুরু করে ‘বে ওয়ান ক্রুজ’। দুপুরের দিকে জাহাজটি পতেঙ্গা ঘাটে পৌঁছানোর কথা রয়েছে।

কর্তৃপক্ষ থেকে যাত্রীদের বলা হচ্ছে, জাহাজটির দুটি ইঞ্জিনের একটি সচল রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে টাগবোট সঙ্গে আসছে।

জাহাজে থাকা সুমন নামে এক যাত্রী বলেন, ‘রাতে দুর্ঘটনার পর সবাই আতঙ্কিত পড়ি। দোয়া-দরুদ পড়েছি। জাহাজ সকালে রওনা দিয়েছে। চট্টগ্রামে এসে বিস্তারিত বলবো।’

Related Posts