সজল চক্রবর্ত্তী,ফটিকছড়ি প্রতিনিধি।।
ফটিকছড়িতে পুকুরেরে পাশে খেলার সময় হঠাৎ পানিতে পড়ে একই পরিবারের ২ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ দু’শিশু পানিতে ডুবে মারা যায়।
জানা গেছে, উত্তর চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে ডুবে জান্নাতুন নেছা (২) ও মীম (৩) নামের একই পরিবারের দু’শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের ২নং ওয়ার্ডের কামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জান্নাতুন নেছা ওই এলাকার ওমর ফারুকের মেয়ে আর মীম একই পরিবারের নজরুল ইসলামের মেয়ে। তারা দু’জনই সম্পর্কে চাচাতো বোন।
সকালে খেলতে গিয়ে দু’বোন হঠাৎ পুকুরের পানিতে পড়ে যান। এ সময় অন্য শিশুরা চিৎকার করলে পরিবারের লোকজন এসে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।