প্রতিদিনের ন্যায় আজকে ১০ম রমজানেও দুই হাজার মানুষের মাঝে আজ বিকাল ৪ঃ৩০ মিনিট থেকে ইফতার বিতরণ করেন আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন। সাবেক যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের সার্বিক ব্যবস্থাপনায় নগরীর আগ্রাবাদ বাদামতলী মোড় ,দেওয়ানহাট ,কদমতলী ,নন্দনকানন ডি.সি হিল এলাকায় এই ইফতার বিতরণ ও খাওয়ানো হয়।
হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, একজন নেতা মানে সাধারণ মানুষকে জাগ্রত করা। চেতনা ও আদর্শকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া। মহিউদ্দিন চৌধুরীর তেমন একটি আদর্শের নাম। তেমন একটি চেতনার নাম। মহিউদ্দিন চৌধুরীর আদর্শ ছিল সাধারণ মানুষকে ভালোবাসা। তার মাঝে নিজেকে খুঁজে পেত। মানুষকে খাওয়ানো তার অন্যতম একটি বৈশিষ্ট্য ছিল। রমযান আসলে তার সম্পূর্ণ বহিঃপ্রকাশ পেত। মহিউদ্দীন চৌধুরীর জীবদ্দশায় প্রতি রমযান আসলে হাজার হাজার সাধারণ জনতা নিয়ে তিনি ইফতার করতেন। আমি তার একজন কর্মী হিসাবে তার ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করে যাচ্ছি। আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর ফাউন্ডেশনের উদ্যাগে ইফতার বিতরণকালে তিনি এসব কথা বলেন।
নগর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক নুরুল আজিম রনি বলেন – রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত সাধারণ মানুষের পাশে থেকে তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতেন মহিউদ্দীন চৌধুরী। আজকের দিনে ওনার অবর্তমানে ওনার কর্মীরা সে দায়িত্ব পালন করছে। আমরাও যতদিন বাঁচি তাহার শিক্ষা গুলো বুকে ধারণ করে সাধ্যমত সাধারণ মানুষের পাশে থাকব।
এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা এম কুতুবউদ্দীন চৌধুরী ,মোহাম্মদ তসলিম ,কাজী দেলোয়ার হোসেন, মোহাম্মদ জাহেদ,মোহাম্মদ কামরুল হাসান,চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহ সভাপতি মনিরুল ইসলাম ,মহসিন কলেজ ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন পলাশ প্রমুখ ।