চট্টগ্রাম ধর্ম

মহিউদ্দিন চৌধুরীর দেখানো পথকে অনুসরণ করার চেষ্টা করছিঃহেলাল আকবর চৌধুরী বাবর

প্রতিদিনের ন্যায় আজকে দ্বাদশ রমজানেও দুই হাজার মানুষের মাঝে ইফতার বিতরণ করেন আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন।
সাবেক যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের সার্বিক ব্যাবস্হাপনায় নগরীর নন্দনকানন আন্দরকিল্লা ও আগ্রাবাদ এলাকায় এই ইফতার বিতরণ করা হয়।

হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, রমযান মাস মুসলিম উম্মাহের জন্য বেশি বেশি ইবাদত এবং আত্মশুদ্ধির সওগাত নিয়ে আসে। এই মাসে বান্দা আল্লাহর অধিক নৈকট্য অর্জন করতে পারে। আল্লাহর নৈকট্য লাভের আশায় সাধারণ মানুষের দুঃখ লাঘবে আমাদের নেতা মহিউদ্দিন চৌধুরী রমযান আসলেই হাজার হাজার মানুষের ইফতারের ব্যাবস্হা করতেন। মহিউদ্দিন চৌধুরী আমার আদর্শ ও পথপ্রদর্শক। তার দেখানো পথকে অনুসরণ করে আমিও সাধারণ মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করছি।

এসময় উপস্থিত ছিলেন দক্ষিন জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য ওমর ফারুক,মহানগর যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, স্বেচ্ছাসেবকলীগ নেতা নাসির উদ্দীন ফাহিম, এম কুতুবউদ্দিন চৌধুরী,মোঃ তসলিম, মোঃ জাহেদ, মোঃ দেলোয়ার হোসেন, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম,সহ-সভাপতি মনির ইসলাম,মহসিন কলেজ ছাত্র প্রতিনিধি আনোয়ার পলাশ, কোতোয়ালি থানা ছাত্রলীগ নেতা জুবাইদুল আলম আশিক, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা জাহিদ হাসান সাইমুন।

Related Posts