আন্তর্জাতিক আরব আমিরাত

২৫ এপ্রিল থেকে দেশে ফিরতে হেলথ ডিক্লারেশন ফরম পূরণ বাধ্যতামুলক 

সনজিত কুমার শীল,আমিরাত

★ বিদেশ থেকে দেশে আসার জন্য আগের মতই বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকৃত ভ্যাক্সিন ডোজ কমপ্লিট করে ভ্যাক্সিন সার্টিফিকেট নিয়ে আসতে হবে৷ ডোজ কমপ্লিট করা না থাকলে বা একেবারেই ভ্যাক্সিন দেয়া না থাকলে যাত্রা শুরুর ৭২ ঘন্টা বা তারও কম সময় বাকি থাকতে আরটি পিসিআর টেস্ট করে নেগেটিভ রিপোর্ট সাথে নিয়ে আসতে হবে। উল্লেখ্য, যাত্রীর বয়স ১২ বছরের কম হলে আরটি পিসিআর টেস্ট করা লাগবে না।

★বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করার তিন দিন বা তারও কম সময় বাকি থাকতে সকল যাত্রী স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে নির্ধারিত লিঙ্কে গিয়ে হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করবেন৷ পূরণকৃত ফরমটি কিউআর কোডসহ ডাউনলোড করা যাবে। বাংলাদেশে অবতরণের পর এ ফরমের সফট অথবা হার্ড কপি ইমিগ্রেশনে দেখাতে হবে।

★ যাত্রী বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করার সময় এয়ারলাইন্স নিশ্চিত হবে যে তিনি হেলথ ডিক্লারেশন ফরমটি পূরণ করেছেন এবং নিশ্চিত হয়ে তাকে বোর্ডিং পাস ইস্যু করবে।

Related Posts