আন্তর্জাতিক আরব আমিরাত

আমিরাতের রাস আল খাইমাতে সড়ক দূর্ঘটনায় বোয়ালখালীর যুবকের মৃত্যু

 

সনজিত কুমার শীল

সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাতে সড়ক দূর্ঘটনায় বোয়ালখালীর জাহাঙ্গীর আলমের অকাল মৃত্যু হয়েছে । (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাহে রাজেউন) মৃত্যুকালে তার বয়স ছিল ৪৯ বছর। তিনি চট্রগ্রামের বোয়ালখালীর ফুলতলা গৌমদন্ডীর বহদ্দার পাড়ার ইউসুফ তালুকদার বাড়ীর আবদুল মোতালেব এর সন্তান। মৃত্যুকালে তিনি তিন মেয়ে এবং এক ছেলে সন্তান রেখে যান।
গতকাল ২৫ এ এপ্রিল রাস আল খাইমার মাসাফি রোডে একটি ট্রেলার সাথে ধাক্কা লাগলে এ দূর্ঘটনা ঘটে। সড়ক এ দূর্ঘটনার পর জাহাঙ্গীর গুরুতর আহত হলে মেডিকেল ঠিম এসে তাকে আটকে থাকা গাড়ী থেকে কেটে উদ্ধার করলেও বাঁচাতে পারেন নি জাহাঙ্গীরকে।
শেষ খবর পাওয়া পর্যন্ত মরহুমের লাশ রাস আল খাইমার আল সাকর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Related Posts