চট্টগ্রাম ধর্ম

নগরীতে ৪ হাজার মানুষের মাঝে ঈদ উপহার দিলেন হেলাল আকবর চৌধুরী বাবর

 

ঈদ মানে আনন্দ,ঈদ মানে নতুন কাপড়ের ঘ্রাণ। দীর্ঘ ১মাসের সিয়াম সাধনার পর মুসলিমদের সর্বোচ্চ পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে সমাজের অসচ্ছল সাধারণ মানুষের মাঝে হাঁসি ফুটাতে নগরীর সিআরবি, গোয়ালপাড়া তুলাতুলি ও বিআরটিসির জামতলা বস্তি এলাকায় ৪ হাজার অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন কাপড় বিতরণ করেন সাবেক যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর। আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় নগরীর সিআরবিতে সংক্ষিপ্ত অনুষ্ঠানে মাধ্যমে এই উপহার সামগ্রী বিতরণের সূচনা করেন।

এসময় তিনি বলেন, ঈদ আনন্দ কেবল মাত্র সমাজের একটি নির্দিষ্ট শ্রেণীর নয়, এই ঈদ আনন্দ বাংলার প্রতিটি পরিবারের আনন্দ। তাই এই আনন্দ প্রতিটি ঘরে ঘরে পৌছানো সমাজের সামর্থ্য বানদের দায়িত্ব।মাননীয় প্রধানমন্ত্রী এবারের ঈদে ঈদ উপহার সরূপ দেশের ৩৩হাজার ভূমিহীন,গৃহহীনদের নতুন ঘর উপহার দিয়েছেন।৩৩হাজার পরিবারের স্থায়ী ঠিকানা গড়ে দিয়েছেন, তাদের মুখে হাঁসি ফুটিয়েছেন। এদেশের মানুষের স্বাধীনতা এসেছে আওয়ামীলীগের হাতধরে, মানুষের ভাগ্য উন্নয়নও হয়েছে আওয়ামীলীগের হাত ধরে। তাই আমাদের উচিত ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য নিজ নিজ সামর্থ্য অনুযায়ী প্রতিবেশী ও আশেপাশের সাধারণ মানুষের পাশে থাকা।তবেই গড়ে উঠবে আগামীর সুন্দর বাংলাদেশ।এসময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ওমর ফারুক,মোর্শেদুল আলম,দেলোয়ার হোসেন,চাঁন মিয়া , মকবুল আহম্মেদ,দেলোয়ার হোসেন রুবেল প্রমুখ।

Related Posts