চট্টগ্রাম শোক ও স্মরণ

আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বাষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন বাংলাদেশ সময় ১২.০১ মিনিটে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবীর উদ্যোগে মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর শিশুদের নিয়ে কেক কেটে উদযাপন করেন ॥ এই সময় উপস্হিত ছিলেন সংগঠনের সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল ,সিনিয়র সহ সভাপতি ইমরাদ হোসেন ইমু ,সাধারন সম্পাদক নাছির তালুকদার ,জামশেদ আলম ,মঈন উদ্দিন ,জাহাঙ্গীর কবির বাম্পী,গোলাম কাদের ইফতি চৌধুরী ,জানে আলম ,শেখ কামরুল হক , জামাল উদ্দিন চৌধুরী ,আনোয়ার হোসেন ,রিয়াদ বিন রাজু ,আয়ুব খান. স্বজল চৌধুরী ,ইমদাদ হোসেন ,জোবাদুল করিম ,ফরহাদ কামাল ,শীফক বডুয়া ,দিদারুল আলম ,আক্তার হোসেন ,খোরশেদুল আলম প্রকৌশলী কাশেম উদ্দিন তালুকদার ,ইফতিখার আলম ইমতিয়াজ ,সেলিম উদ্দিন .মিসেস সালমা আহম্মেদ জাফর ,ওয়াহিদা সুলতানা ইফতেখার ,জাকির হোসেন জসিম ,মাহাবুব খন্দকার ,প্রিয়াংন্কা খন্দাকার সহ প্রমুখ নেতৃবৃন্দ ॥

Related Posts