আন্তর্জাতিক প্রবাসী শিল্প সাহিত্য

আমও গেলো, ছালাও গেলো

মোহাম্মদ সফিউল আলম

আম শুধু নয় – ছালাও গেলো
জীবন হলো এলোমেলো
বাপ চিনে না ছেলেটা কার
বউ দিতে চায় ডিভোর্স লেটার
বলছে মেয়ে বাপটা চিটার
জীবন হলো বিটার, বিটার
পায় না উপায় লজ্জা ঢাকার
প্রয়োজনটা শুধুই টাকার।

মালিক হলে কোটি টাকার
গ্যারান্টি নয় সুখে থাকার
ছাগলকান্ড ঘটে যদি
জীবনটা হয় দুঃখের নদী
গডফাদারের হাত ইশারায়
ন্যাড়া মাথায় পালানো যায়
পালাতে তো পারবি নারে
আখিরাতের শেষ বিচারে।।

নিউ ইয়র্ক
২৯.০৬.২৪

Related Posts