সাম্প্রতিক সময়ের টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যার পানি ও পাহাড়ী ঢলে পাহাড় ধ্বসে তলিয়ে গেছে সীতাকুন্ড শঙ্কর মঠে শ্রীশ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের প্রতিষ্ঠিত গীতা ভবন ও প্রসাদ ভবনের অংশ বিশেষ। এতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। গতকাল ২৩ আগস্ট শুক্রবার মঠের কেন্দ্রীয় ও চট্টগ্রাম মহানগর কমিটির নেতৃবৃন্দকে নিয়ে গীতা ভবন ও প্রসাদ ভবনের তলিয়ে যাওয়া অংশ পরিদর্শন করছেন শঙ্কর মঠের অধ্যক্ষ শ্রীশ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মঠের কর্মকর্তা-অধ্যাপক তড়িৎ ভট্টাচার্য, সমীর পাল, বীর মুক্তিযোদ্ধা রনজিৎ মল্লিক, সুলাল চৌধুরী, মাস্টার অজিত কুমার শীল, দিলীপ শীল, অজিত কুমার শীল, বাসুদেব দাশ, পরিমল পালসহ ব্রহ্মচারী ও সাধু-সন্তুুগণ।