সংযুক্ত আরব আমিরাত দুবাই থেকে মোঃ নাসিম উদ্দিন আকাশঃ
আল্লাহর সান্নিধ্য লাভে রাসুল (সা,) কে ভালো বাসতে হবে। কারণ আল্লাহকে ভালোবাসার পূর্ব শর্ত রাসুল (সা,) প্রেম। তিনি বলেন, জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত, সুপারিশ পাওয়ার পূর্ব শর্ত ও হাসরে নাজাত পাওয়ার পূর্ব শর্ত হচ্ছে রাসুল প্রেম। তাই আল্লাহ ও রাসুল (সা,) -এর সন্তুষ্টি অর্জনে আমাদের ঈমান আকিদাকে হেফাজত করতে হবে।
গাউছিয়া কমিটি বাংলাদেশ দুবাই শাখার আয়োজিত অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। রবিবার ( ১৫ সেপ্টেম্বর) দুবাই ল্যান্ডমার্ক হোটেল বলরুমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় । দুবাই গাউছিয়া কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা ফজলুল কবির চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ওসমান আলী জামীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারত থেকে আগত আওলাদে আলা হযরত মুফতি নাবিদ রেজা খান। প্রধান আলোচক ছিলেন হযরত মাওলানা ফজলুল আজিম। বিশেষ বক্তা ছিলেন মাওলানা সিরাজুল মোস্তফা আজহারী, হাফেজ মাওলানা সেকান্দার আলম, মাওলানা সিরাজ দ্দৌলা, মাওলানা ইমাম উদ্দিন খালেক। আরো উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি ইউএই কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, গাউছিয়া কমিটি ইউএই সহ-সভাপতি কাজী মোহাম্মদ আলী, কমিউনিটি ব্যক্তিত্ব হাজী শরাফত আলী,আলহাজ্ব মাজাহার উল্লাহ মিয়া, সংগঠনের সহ-সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, নাসিম উদ্দিন আকাশ,ছাতুয়া কমিটির মোঃ জামাল, মোঃ শাহাবুদ্দিন, শহিদুল ইসলাম, আজিমুদ্দিন, আব্দুল কাদের এলএলসি, জুনায়েদ মাসুম, সাইফুল করিম, রায়হান শরীফ, হাফেজ নুরুল বশর, সাইফুল ইসলাম, হাফেজ বোরহান,দিদারুল আলম,মোহাম্মদ হারুন,মোঃ শফি শফি সহ আরো অনেকে। পরিশেষে আখেরি মোনাজাত ও তবারক বিতরণ করা হয়।