চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার চরনদ্বীপ শীল পাড়া নিবাসী বিশিষ্ট সমাজসেবক, মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও জনদরদী ফনিন্দ্র লাল শীলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর শ্রাদ্ধানুষ্ঠান আগামী ২৮ অক্টোবর সোমবার। এ উপলক্ষে গ্রামের বাড়ির শ্মশানে পুস্পস্তবক অর্পণসহ বিভিন্ন মাঙ্গলিক কর্মসূচী পালন করা হবে। গত ২০২২ সালের ২১ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৭টায় ফনিন্দ্র লাল শীল (১০২) পরলোকগমণ করলেও তিথি অনুযাযী আগামী ২৮ অক্টোবর সোমবার প্রয়াতের শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রয়াত ফনিন্দ্র লাল শীল চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সিনিয়র সদস্য প্রদীপ কুমার শীল, সিনিয়র সদস্য রনজিত কুমার শীল, জামালখানের ব্যবসায়ী অজিত কুমার শীল, শিক্ষিকা মঞ্জু রানী শীল, প্রবাসী সাংবাদিক ও ব্যবসায়ী সনজিত কুমার শীল, প্রবাসী ব্যবসায়ী প্রসনজিত কুমার শীল ও আমেরিকা প্রবাসী পম্পী রানী শীলের গর্বিত পিতা। ###