নিজস্ব প্রতিবেদক
টিসিএল টেরীবাজার চ্যাম্পিয়ন লীগ ফুটবল টুর্নামেন্ট-২৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শুক্রবার (৮ নভেম্বর) বিকাল ৩টায় চট্টগ্রাম লালদিঘীর মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
বিশেষ অতিথি ছিলেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফজলুল কাদের চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন, টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আবদুল মান্নান, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম, আহ্বায়ক কমিটি সদস্য গাজী সিরাজ উল্লাহ, টেরীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল মনসুর, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নাছির উদ্দীন চৌধুরী, উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন, পৃষ্ঠপোষক পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মফিজুল ইসলাম রয়েল, কোতোয়ালী বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ আবুল বশর, টেরীবাজার ব্যবসায়ী সমিতির সহ- সাধারণ সম্পাদক শেখ শহীদ সোহরাওয়ার্দী বাহাদুর, অর্থ সম্পাদক মুহাম্মদ এমরানুল হক সাইয়েদ, আইন বিষয়ক সম্পাদক মুহাম্মদ বাকের উল্লাহ, দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাছির উদ্দীন ইসতিয়াক উদ্দীন, টেরীবাজার চ্যাম্পিয়ন লীগ পরিচালনা কমিটির প্রধান আহ্বায়ক মোঃ কফিল উদ্দীন, আহ্বায়ক মোঃ আরফাত হোসেন আরেফিন, মোঃ ইব্রাহিম, নুরুল আব্বাস, এহেসান, গাজী শেফায়ত। খেলা পরিচালনা করেন রেফারী মোঃ নজরুল ইসলাম (বাদশা), রেফারী মোঃ মহিউদ্দিন। খেলায় ধারাভাষ্যকার ছিলেন মোঃ সরওয়ার কামাল।
ফাইনাল খেলায় প্রতিদ্বন্ধিতা করে টেরীবাজারের দু’শক্তিশালী দল হাজী সালেহ আহম্মদ ম্যানশন ফুটবল একাদশ বনাম হাজী দুদুমিয়া মার্কেট ফুটবল একাদশ। টানটান উত্তেজনায় ৫০মিনিটের নির্ধারিত সময়ে দুদলের কেউ গোল করতে না পারায় সরাসরি ম্যাচ ট্রাইবেকারে গড়ায়। উক্ত ট্রাইবেকারে ৪ -৩ গোলে হাজী দুদুমিয়া মার্কেট ফুটবল একাদশকে হারিয়ে হাজী সালেহ আহম্মদ ম্যানসন ফুটবল একাদশ বিজয় লাভ করে চ্যাম্পিয়ান হয়।
রানারআপ হয় হাজী দুদুমিয়া মার্কেট একাদশ।
ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন হাজী সালেহ আহম্মদ ম্যানশন ফুটবল একাদশের গোলরক্ষক রিয়াদ। টুর্ণামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন হাজী দুদুমিয়া মার্কেট একাদশের অধিনায়ক মিজান, সেরা গোল রক্ষক নির্বাচিত হন হাজী সালেহ আহম্মদ ম্যানসন একাদশের গোল রক্ষক রিয়াদ, সেরা গোল দাতা নির্বাচিত হন হাজী দুদুমিয়া মার্কেট একাদশের খেলোয়াড় আরিফ, টুর্ণামেন্টের সুশৃঙ্খল দল নির্বাচিত হন মল্লিকা শপিং ফুটবল একাদশ।