হাটহাজারী প্রতিনিধি
চট্টগ্রামের হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের নব নির্বাচিত কার্যকরী কমিটির শপথ গ্রহন ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) উপজেলার ১১ মাইল এলাকার এল পার্ক কিডস জোনে নব-নির্বাচিত সভাপতি মোঃ আসলাম পারভেজের সভাপতিত্বে শুরুতে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান।
সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আবু নোমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহযোগী অধ্যাপক ড. শিপক কৃষ্ণ দেব নাথ, বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশের উপজেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ সিরাজুল ইসলাম, চট্টগ্রাম আদালতের এডিশনাল পিপি এডভোকেট রিয়াদ, সমাজসেবক আবুল হাশেম, হাটহাজারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ আবুল বাশার, এডভোকেট মোঃ ইসমাইল, এবি পার্টির জেলা সমন্বয়ক সাংবাদিক ন. ম জিয়াউল হক চৌধুরী, সংগঠনের সাবেক সভাপতি শ্যামল নাথ, বাংলাদেশ প্রেস ক্লাব (আরব আমিরাত) মোদাচ্ছের শাহ, উপজেলা ছাত্রদলের আহবায়ক তকিবুল হাসান চৌধুরী তকি, বিএনপি নেতা ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জাকের হোসাইন, হাটহাজারী পৌরসভা কাচারী সড়ক বনিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম বাবু, মোহনা টিভি’র রিপোর্টার কবির শাহ দুলাল, উত্তর জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক লায়ন আনোয়ার হোসেন উজ্জল, হাটহাজারী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জিয়াউদ্দীন আহমদ মিজান, ওয়ান ডায়াগনস্টিকের চেয়ারম্যান সোহেল রানা, উজ্জীবন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এ.কে.এম হেলাল উদ্দীন, চবি’র সাংবাদিক মোঃ সালাউদ্দীন সাকিব, নলেজ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ওসমান, হাটহাজারী পৌরসভা কৃষকদলের আহবায়ক (প্রার্থী) হাবিবুর রহমান, সাবেক পুলিশ ইন্সপেক্টর গোবিন্দ দাশ, উত্তর মাদার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম মফিজ, গড়দুয়ারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন, নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন।
সভায় বক্তারা বলেন, উত্তর চট্টলায় হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদ সম্পূর্ণ গণতান্ত্রিক উপায়ে গোপন ব্যালটের মাধ্যমে ২৬ নভেম্বর যে নির্বাচন করেছেন তা ইতিহাস হয়ে থাকবে। ভবিষ্যতেও সাংবাদিকতায় গণতন্ত্র বজায় রাখবে এ প্রত্যাশা রইল তাদের প্রতি। এসময় বক্তারা হাটহাজারীর যানজট নিরসন, চট্টগ্রাম নাজিরহাট, খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক চার লেন সড়ক উন্নিত করণ, খাদ্যে ভেজাল, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যু, কিশোর গ্যাং, হালদা নদীসহ বিভিন্ন সমস্যা লেখনির মাধ্যমে জাতির সামনে উপস্থাপনের অনুরোধ জানান সাংবাদিকদের প্রতি। সাংবাদিকদের যে কোন সমস্যায় সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এদিকে আলোচনা সভার শুরুতে বুদ্ধিজীবি দিবস উপলক্ষে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠান শেষে হাটহাজারী কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। এ সময় গ্রীণ হেলথ হসপিটাল এন্ড ডায়াগনস্টিকের পরিচালক মোঃ আবিদুল ইসলাম, কলামিস্ট নয়ন চৌধুরী, মুহাম্মদ ইশতিয়াক সিদ্দিকী, মোঃ মহিউদ্দিন, মোঃ মুরসালিন, মোঃ আসিফসহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন এল পার্ক কিডস জোনের স্বত্বাধিকারী মোঃ রাশেদ।