চট্টগ্রাম তথ্যপ্রযুক্তি

ইন্টারনেট বিশ্বকে বদলে দিয়েছে ও মানুষকে করেছে সংযুক্ত ঃ বক্তারা

 

অপরাজেয়-বাংলাদেশ’র উদ্যোগে মেয়েদের ও যুব প্রকল্পের নিরাপদ ডিজিটাল স্থান ‘ডিজিটাল অন্তর্ভূক্তি থিম দ্বারা সামাজিক সামাজিক প্রভাবের উপর প্রচারাভিযান ঃ একটি ভাল ইন্টারনেটের জন্য একসাথে’ শীর্ষক আলোচনা সভা চট্টগ্রাম নগরীর বাকলিয়া শহীদ এন.এম.জে ডিগ্রী কলেজে অনুষ্ঠিত হয়। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও গ্রামীন ফোনের সহযোগিতায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোঃ মফিজুল হক ভূঁইয়া। অপরাজেয়-বাংলাদেশ’র বিভাগীয় প্রধান মাহবুব-উল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক ফরিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন বাকলিয়া শহীদ এন.এম.জে ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আবদুল মালেক, বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইফতেখারুল ইসলাম, ইলমা’র প্রধান নির্বাহী বিশিষ্ট মানবাধিকার কর্মী জেসমিন সুলতানা পারু ও অপরাজেয়-বাংলাদেশ’র কমিউনিটি ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সাধারণ সম্পাদক মোঃ জহির উদ্দিন। মূল বিষয় উপস্থাপনসহ স্বাগত বক্তব্য রাখেন অপরাজেয়-বাংলাদেশ চট্টগ্রামের ইনচার্জ জিনাত আরা বেগম। উন্মুক্ত আলোচনায় অংশ নেন অপরাজেয়-বাংলাদেশ’র এসডিএসজিওয়াই প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার হুমায়ুন কবির, প্রতিনিধি মিরাজ হোসেন, ফিল্ড ফ্যাসিলিটেটর তোফায়েতুল কান্নাত, ফিল্ড ফ্যাসিলিটেটর চুমকি দত্ত প্রমূখ। সমবেত জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শেষে অপরাজেয়-বাংলাদেশ’র এসডিএসজিওয়াই প্রকল্পের সাংস্কৃতিক দলের পরিবেশনায় নৃত্য ও সংগীত পরিবেশন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, ইন্টারনেট বিশ্বকে বদলে দিয়েছে, মানুষকে করেছে সংযুক্ত, উদ্ভাবনকে করেছে উৎসাহিত ও যোগাযোগে ঘটিয়েছে বিপ্লব। ডিজিটাল জগতের উপর আমাদের নির্ভরতা বাড়ার সাথে সাথে ঝুঁকিও বৃদ্ধি পেয়েছে। সাইবার হুমকি ও গোপনীয়তার উদ্বেগ থেকে শুরু করে ভূল তথ্য ও গুজবের বিস্তার, মানব পাচার, অস্বস্তিকর আচরণ থেকে মুক্ত থাকা এবং বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুরক্ষিত ডিজিটাল ইন্টারনেট সেবা নিশ্চিত করার লক্ষ্যে সকলের একসাথে কাজ করা অত্যাবশ্যক হয়ে উঠেছে। এরই প্রেক্ষিতে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও গ্রামীন ফোনের সহযোগিতায় অপরাজেয়-বাংলাদেশ ‘সেফ ডিজিটাল স্পেস ফর গার্লস এন্ড ইয়ুথ (এসডিএসজিওয়াই)’ নামে একটি প্রকল্প ২০২৩ সালের মে মাস থেকে ডিসেম্বর ২০২৪ মেয়াদে কাজ শুরু করেছে। প্রকল্পটি দেশের ২৮ জেলায় কিশোর ও তরুণদের নানাভাবে ডিজিটাল দক্ষতা ও অনলাইন নিরাপত্তা বিষয়ে সম্পৃক্ত করার জন্য কাজ করছে।
বক্তারা বলেন, চট্টগ্রামে ৬৬টি সেশনের মাধ্যমে ৭০টি স্কুলে ও ৩৫ কমিউনিটিতে ৬’শটি সেশনে মোট ৪০ হাজার ছাত্র-ছাত্রী এবং কমিউনিটির জনগণকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়া নিরাপদ ডিজিটাল ইন্টারনেট ব্যবহার বিষয়ে চট্টগ্রামে একটি সচেতনতামূলক ক্যাম্পেইন করা হয়েছে। এর মাধ্যমে প্রায় ৩’শ কমিউনিটির জনগণ সচেতন হয়েছে বলে জানান বক্তারা।##

Related Posts