অপরাধ জাতীয়

গাজীপুরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি,আহত ১

 

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচিতে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় মোবাশশির হোসাইন নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মী গুলিবিদ্ধ হন। শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ডিসি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
আহত মোবাশশির হোসাইন সাংবাদিকদের জানান, গাজীপুরে তাদের প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি সমাপ্তির পর তারা আহত ছাত্রদের দেখতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল থেকে গুলি করা হয়। এতে তার ডান হাতে গুলি লেগেছে। এ বিষয়ে গাজীপুরের পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) রিয়াজ উদ্দিন আহমেদ জানান, তিনি ঘটনাটি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ডিআইজি মোল‍্যা নজরুলসহ পুলিশের ঊধ্বর্তন ৪ কর্মকর্তা আটকডিআইজি মোল‍্যা নজরুলসহ পুলিশের ঊধ্বর্তন ৪ কর্মকর্তা আটক
গাজীপুর মহানগর সদর থানার ডিউটি অফিসার এএসআই সামিউল ইসলাম বলেন, একজন মোটরসাইকেল আরোহী এসে গুলি করে পালিয়ে যায়। আহত শিক্ষার্থীকে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে সন্ধ্যায় অপরিচিত নম্বর থেকে ফোন দিয়ে আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র প্রতিনিধি আটকের খবর দেওয়া হয়। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় এক সমন্বয়কসহ ছাত্র-জনতার ২০-৩০ জনের একটি দল সেখানে যায়।
পরে সেখানে তাদের ওপর হামলা চালানো হয়। এতে ১৫ জন আহত হন। এরমধ্যে গুরুতর আহত পাঁচজনকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শিক্ষার্থীরা জানান, পরিকল্পিতভাবে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন।
হামলার প্রতিবাদে রাতেই গাজীপুর মহানগরে বিক্ষোভ সমাবেশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

Related Posts