চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, দেওয়ান বাজার বলুয়ার দীঘির পশ্চিম পাড়ে জাফর সওদাগরের কলোনীতে কয়েকদিন আগে আগুনে ঘর বাড়ি পুড়ে যাওয়া মানুষগুলো এখন মহাবিপদে। তাই ব্যক্তিগত কিংবা দলীয় উদ্যোগের পাশাপাশি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের সহায়তায় সবাইকে সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। বিএনপি জনগণের দল বলেই কখনো জনগণকে ছেড়ে যাননি। দেশের জনগণের কাছে থেকে তাদের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য কাজ করে যেতে হবে।
তিনি দলীয় নেতাকর্মী ও সমাজের বিত্তশালীদের দেওয়ান বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাড়ানোর আহবান জানান।
তিনি মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) বিকেলে নগরীর দেওয়া বাজারস্থ বলুয়ার দীঘির পশ্চিম পাড়ে জাফর সওদাগরের কলোনীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদানকালে এসব কথা বলেন।
তিনি বিএনপি নেতাকর্মীদের সাথে নিয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও নিহত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবদুল মান্নান, সদস্য হাজী মো. আলী, দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি খন্দকার নুরুল ইসলাম, সাধারন সম্পাদক সাব্বির আহমেদ, বিএনপি নেতা আবুল কালাম, জামাল উদ্দিন, ফতেহ আলী, গিয়াস উদ্দিন দিদার, আবু বক্কর, লিয়াকত আলী, মহিউদ্দিন মাসুম, যুবদল নেতা মাঈন উদ্দিন খান রাজিব, কপিল উদ্দিল প্রমূখ।