আন্তর্জাতিক

ট্রাম্পের দুই মন্ত্রীর পদত্যাগ

সিনিউজ ডেস্ক:

ক্যাপিটল হিলের হামলার প্রতিবাদে পদত্যাগ করেছেন ট্রাম্প প্রশাসনের দুই মন্ত্রী। এরা হলেন পরিবহনমন্ত্রী এলেন চাও ও শিক্ষামন্ত্রী বেটসি ডিভোস। একই সঙ্গে ট্রাম্প সমর্থকদের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তারা। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

নিজের পদত্যাগের ঘোষণা দিয়ে এক ই-মেইলে এলেন চাও লিখেছেন, “জনতার প্রতি এই আক্রমণ আমাকে গভীরভাবে বিচলিত করেছে। আমি তাদের থেকে আলাদা থাকতে পারলাম না।”

এই পদত্যাগ সোমবার থেকে কার্যকর হবে বলে জানান তিনি।

অন্যদিকে শিক্ষামন্ত্রী বেটসি ডিভোস এক চিঠিতে ট্রাম্পকে নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

ডিভোস লিখেছেন, “ক্যাপিটলের এই হামলাটি বিবেকবর্জিত। এতে কোনো সন্দেহ নেই যে পরিস্থিতি নিয়ে ট্রাম্পের বক্তব্য হামলাতে প্রভাব ফেলেনি। এবং এই বিষয়টিই আমাকে প্রভাবিত করেছে।”

তিনি জানান, তার পদত্যাগের বিষয়টি শুক্রবার থেকে কার্যকর হবে।

Related Posts