কলকাতা প্রতিনিধি:
আর পাঁচটা সাধারণ মানুষের মতো লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জি। মঙ্গলবার মমতার বাড়ি দক্ষিণ কলকাতার হরিশ মুখার্জি স্ট্রীটের কাছেই কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন’এর সরবরাহ কেন্দ্র কালীঘাটের জয়হিন্দ ভবনে দুয়ারে সরকার এর কর্মসূচিতে যান তিনি। সেখান থেকেই স্বাস্থ্য সাথী স্মার্টকার্ড সংগ্রহ করেন মমতা। মুখ্যমন্ত্রীর আগে ওই লাইনে তিন-চার জন মানুষ দাঁড়িয়েছিলেন।
এদিন পৌণে বারোটা নাগাদ জয়হিন্দ ভবনে পৌঁছে যান তিনি। তাকে দেখে অনেকে নমস্কার করেন। প্রত্যুত্তরে মমতাও তাদের নমস্কার জানান। এরপর সিঁড়ি দিয়ে দোতলায় চলে যান। সেখানে ধৈর্য্য ধরে লাইনে দাঁড়িয়ে কার্ড সংগ্রহ করেন।
উল্লেখ্য বিভিন্ন সরকারি পরিষেবা আরও সহজে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য গত মাসে রাজ্য জুড়ে দুয়ারে সরকার কর্মসূচি শুরু করেছে রাজ্য সরকার। আগামী ৩০ জানুয়ারী পর্যন্ত এই কর্মসূচি চালানো হবে। এই কর্মসূচির অন্তর্গত একটি প্রকল্প ‘স্বাস্থ্যসাথী’। এর লক্ষ্যই হল বিনামল্যে রাজ্যের মানুষকে আরও ভাল স্বাস্থ্য পরিষেবা দেওয়া।