জাতীয়

র‌্যাবের ‘ইমেইল হটলাইন’

সিনিউজ ডেস্ক:

জঙ্গিবাদে জড়িয়ে পড়ার পর যারা ভুল বুঝতে পেরে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইছে, তাদের যোগাযোগের জন্য একটি ‘ই-মেইল হটলাইন’ চালু করেছে র‌্যাব। সোমবার থেকে ওই হটলাইন চালু হয়েছে বলে র‌্যাব সদর দপ্তরের এক খুদে বার্তায় জানানো হয়েছে। এখন থেকে পলাতক জঙ্গিরা স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে rabintdir@gmail.com- এই ই-মেইলে যোগাযোগ করতে পারবে বলে তাতে জানানো হয়।

খুদে বার্তায় বলা হয়, ওই হটলাইনের মাধ্যমে পলাতক জঙ্গিরা র‌্যাবের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবে। যারা যোগাযোগ করবে, তাদের প্রথমে আত্মসমর্পণে সুযোগ দেওয়া হবে। এরপর তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার পদক্ষেপ নেওয়া হবে।

র‌্যাব কর্মকর্তারা বলছেন, র‌্যাবের ‘ডি-র‌্যাডিকালাইজেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম’ এর অধীনে জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফেরানোর এই প্রক্রিয়া সম্প্রতি শুরু হয়েছে। এর আওতায় ১৪ জানুয়ারি সাতজন তরুণ-তরুণী আত্মসমর্পণ করেন। সেদিন যারা আত্মসমর্পণ করেছেন, তাদের পেশার ধরন অনুযায়ী বিভিন্নভাবে পুনর্বাসনের ব্যবস্থ করা হচ্ছে বলেও র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন।

Related Posts