বিনোদন লিড নিউজ

নিজের গল্পে কাজ করতে চাই : বাঁধন

বিনোদন ডেস্ক:

শোবিজ থেকে হারিয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে ফিরে এলেন আজমেরী হক বাঁধন। পশ্চিবঙ্গের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জির ওয়েব সিরিজে অভিনয় দিয়ে প্রত্যাবর্তনটি স্মরণীয় করে রাখলেন এই অভিনেত্রী।

বাংলাদেশি লেখক নাজিম উদ্দিনের উপন্যাস ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ অবলম্বনে ‘মুসকান’ শিরোনামে ওপার বাংলায় একটি ওয়েব সিরিজ নির্মাণ করেছেন সৃজিত। এই ওয়েব সিরিজে নাম-ভূমিকায় অভিনয় করেছেন বাঁধন।

ওয়েব সিরিজে অভিনয়ের উদ্দেশ্যে ডিসেম্বরে কলকাতা উড়াল দেন বাঁধন। সেখানে প্রায় এক মাস শুটিং শেষে গেল ১৪ জানুয়ারি দেশে ফিরেছেন তিনি।

দীর্ঘদিন পর কাজে ফেরা প্রসঙ্গে বাঁধন বলেন, “আমি সব সময় মানসম্মত কাজ করতে চাই। সে জন্য কাজের সংখ্যা কমিয়ে দিয়েছি। কাজ কম হোক তাতে সমস্যা নেই। মনের মতো যদি একটি কাজ করতে পারি, সেটাই আমার প্রাপ্তি।”

সৃজিতের পরিচালনায় প্রথম কাজের অভিজ্ঞতার কথা জানতে চাইলে তিনি বলেন, “ওয়েব সিরিজটিতে আমি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি। এ রকম একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়ায় সৃজিত মুখার্জির প্রতি কৃতজ্ঞতা জানাই। একটি চমৎকার টিম ওয়ার্কের মধ্য দিয়ে কাজটি সম্পন্ন হয়েছে। নির্মাতা, অভিনয়শিল্পী থেকে শুরু করে টেকনিক্যাল টিমের সবাই আন্তরিকতা দিয়েই কাজ করেছেন। আমি এর প্রচারের অপেক্ষায় আছি।”

কলকাতা, সিকিমসহ ভারতের মনোরম কয়েকটি লোকেশনে সিরিজটির শুটিং হয়েছে। শুটিং করতে গিয়ে সৃজিতের বকাও খেয়েছেন বলে জানান বাঁধন। তবে তিনি মনে করেন, এতে করে আরো ভালো অভিনয় করতে সুবিধা হয়েছে।

অভিনয়ে নিয়মিত হবেন কি না—জানতে চাইলে তিনি বলেন, “সেটা নির্ভর করছে ভালো গল্পের ওপর। মনের মতো চরিত্র পেলে অভিনয়ে আপত্তি নেই। আমার কাছে বেশ কিছু গল্প আছে। এগুলোর মধ্য দিয়ে দর্শকদের মরচে পড়া জগতে নাড়া দেওয়ার ইচ্ছা আছে। যদি সুযোগ পাই তাহলে নিজের গল্পে কাজ করব।”

এদিকে নতুন আরো দুটি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন বাঁধন। এর মধ্যে একটিতে অডিশন হয়ে নির্বাচিত হয়েছেন। অন্যটি এখনো চূড়ান্ত হয়নি। এ ছাড়া আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘মারিয়া’ নামের একটি সিনেমাও মুক্তির তালিকায় আছে।

Related Posts