উপজেলা চট্টগ্রাম লিড নিউজ

রাউজানে ট্রাক-ট্যাক্সি সংঘর্ষে ৪ জন নিহত

 

নিজস্ব প্রতিবেদক

রাউজানের দমদমায় ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের উপজেলার দমদমা নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-রাঙ্গুনিয়া সরফভাটা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মো. আবুল কালামের ছেলে মো. শাহাজাহান (৩৩), নোয়াখালীর হাতিয়া থানার চরফকিরা গ্রামের মৃত দেলু মাঝির ছেলে মো. সিরাজ (৫৫) ও নগরীর মোহরার মৃত শাহ আলমের ছেলে মোরশেদ (৪০)।

রাউজান উপজেলা (দক্ষিণ) ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন  বলেন, ‘বাড়ির পাশে সড়কে বিকট শব্দ শুনে বের হয়ে দেখি সড়কের ওপর দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশার ভেতর দুইজন ও সড়কের ওপর দুইজনের লাশ পড়ে আছে। পাশে বালুবাহী ট্রাক। সাথে সাথে আমি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পুলিশকে অবহিত করি।

পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রাঙ্গুনিয়ামুখী একটি সিএনজিচালিত যাত্রীবাহী অটোরিকশার (চট্টগ্রাম-থ-১২-৮৫২৮) সাথে শহরমুখী বালুবাহী ট্রাকের (চট্টগ্রাম-ড ১১-২২৩৩) মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় চারজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। রাউজান থানা পুলিশ ও রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ চালান।

রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ‘আমরা যখন ঘটনাস্থলে পৌঁছায় তখন ট্রাকে গান বাজছিল। পরিস্থিতি দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালক গান শুনতে শুনতে ঘুম চোখে ট্রাক চালানোর কারণে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। ট্রাকটি ডানদিকে গিয়ে বেপরোয়া গতিতে ধাক্কা দেওয়ার কারণে অটোরিকশাটি প্রায় ২৫ গজ দুরে গিয়ে দুমড়ে-মুচড়ে পড়ে।

বুধবার ভোর সাড়ে চারটার সময় নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক হুমায়ুন কবির দৈনিক ইত্তেফাককে জানান, আমরা এখনও ঘটনাস্থলে আছি। উদ্ধার কাজ সম্পন্ন করেছি। লাশগুলো ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হবে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

Related Posts