Uncategorized আন্তর্জাতিক আরব আমিরাত লিড নিউজ

বাংলাদেশ দুতাবাস আবুধাবীর ঊদ্যোগে মুজিব নগর দিবস পালিত

নাছির তালুকদার,আমিরাত প্রতিনিধিঃ
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে বাংলাদেশ দুতাবাস আবুধাবীর উদ্যোগে ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষ্যে আলোচনা সভা মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর এর সভাপতিত্বে ও দূতাবাসের প্রথম সচিব লুৎফুন নাহার নাজিম এর পরিচালনায় অনুষ্টিত হয়।
এতে আরো উপস্হিত ছিলেন দুতাবাস এর উপ মিশন প্রধান মিজানুর রহমান, লেবার কাউন্সিল আব্দুল আলিম মিয়া,কাউন্সিল (পাসপোট ও ভিসা) রেজাউল হক,বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবীর সভাপতি ,আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল , বাংলাদেশ সমিতির ইউ এ ই সভাপতি প্রকৌশলী মোয়াজেজম হোসেন,বঙ্গবন্ধু পরিষদ আবুধাবীর সহ সভাপতি ইমরাদ হোসেন ইমু, শওকত আকবর
বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক নাছির তালুকদার,আশিস বড়ুয়া, মীর আনিসুল হাসান প্রমুখ। ন
রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর বলেন, ঐতিহাসিক মুজিব নগর দিবস আমাদের জাতির জীবনে এক অভিসরনীয় অধ্যয় -এইটা আমাদের জাতির জন্য মাইল ফলক।
রিশেষে জাতির জনক বঙ্গবন্ধু . জাতিয় চার নেতা . স্বাধীনতা .স্বাধীকার আন্দোলন যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Related Posts