নাছির তালুকদার,আমিরাত প্রতিনিধিঃ
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে বাংলাদেশ দুতাবাস আবুধাবীর উদ্যোগে ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষ্যে আলোচনা সভা মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর এর সভাপতিত্বে ও দূতাবাসের প্রথম সচিব লুৎফুন নাহার নাজিম এর পরিচালনায় অনুষ্টিত হয়।
এতে আরো উপস্হিত ছিলেন দুতাবাস এর উপ মিশন প্রধান মিজানুর রহমান, লেবার কাউন্সিল আব্দুল আলিম মিয়া,কাউন্সিল (পাসপোট ও ভিসা) রেজাউল হক,বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবীর সভাপতি ,আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল , বাংলাদেশ সমিতির ইউ এ ই সভাপতি প্রকৌশলী মোয়াজেজম হোসেন,বঙ্গবন্ধু পরিষদ আবুধাবীর সহ সভাপতি ইমরাদ হোসেন ইমু, শওকত আকবর
বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক নাছির তালুকদার,আশিস বড়ুয়া, মীর আনিসুল হাসান প্রমুখ। ন
রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর বলেন, ঐতিহাসিক মুজিব নগর দিবস আমাদের জাতির জীবনে এক অভিসরনীয় অধ্যয় -এইটা আমাদের জাতির জন্য মাইল ফলক।
রিশেষে জাতির জনক বঙ্গবন্ধু . জাতিয় চার নেতা . স্বাধীনতা .স্বাধীকার আন্দোলন যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।