সিনিউজ ডেস্ক
হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সহ-দপ্তর সম্পাদক ইহতেশামুল হক সাথীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
বৃহস্পতিবার বিকেলে পুরান ঢাকার বংশাল এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি।
ইহতেশামুল হক সাথী ইসলামী ছাত্র সমাজের সাধারণ সম্পাদকেরও দায়িত্বে রয়েছেন।
ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম জানান, ২০১৩ সালে শাপলা চত্বর এলাকায় নাশকতার সঙ্গে জড়িত ছিলেন ইহতেশামুল হক।
সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে ঘিরে চালানো নাশকতার সঙ্গেও এই হেফাজত নেতার সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
আগামীকাল শুক্রবার ইহতেশামকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে বলে জানান তিনি।