রুপন দত্ত – আনোয়ারা প্রতিনিধি
কারও পুড়ে গেছে মুখ। কারও পেটের চামড়া পুড়ে হয়ে গেছে দগদগে। আগুনের তেজ পুড়ে দিয়েছে কারও দু’হাত। কারও আবার বুক, পিঠও দগ্ধ হয়েছে এই আগুনে।
গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে এভাবেই ক্ষতবিক্ষত হয়েছে একই পরিবারের চার সদস্যের শরীর। তাদের ঠাঁই হয়েছে এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ণ ইউনিটে।
রোববার (৯ মে) বিকেলে চট্টগ্রামের আনোয়ারার বরুমচড়া এলাকার ইছহাক সওদাগরের বাড়ির রান্না ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধরা হলেন, আবুল খায়েরের ছেলে আব্দুল রহমান (৭০), আব্দুল মান্নানের ছেলে মো. আরব আলী (৫০), মো. জাফরের ছেলে মো. ফরহাদ (২২) এবং এয়ার আহমেদের মেয়ে তানজিনা আক্তার (২৫)।