উপজেলা চট্টগ্রাম

কেইপিজেডের কারখানায় চুরির ঘটনায় আটক ৩

——————————————–
রুপন দত্ত – আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় অবস্থিত কুরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল(কেইপিজেড)এ গার্মেন্টস ফেক্টোরীতে চুরির ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (১৮ মে) বিকালে কেইপিজেডের নিরাপত্তা কর্মীরা ৩ জনকে আটক করে কর্ণফুলী থানায় চুরির মামলা দিয়ে পুলিশকে দিলে পুলিশ তাদের গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে বলে জানান। গ্রেপ্তারকৃতরা হল কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার মফজল আহমদের পুত্র মোহাম্মদ বাবু (২০), আনোয়ারা বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর গ্রামের এয়ার মোহাম্মদের পুত্র জুয়েল মানিক আকাশ(২৫) ও বদিউল আলমের মো. ইয়াছিন (২৫)। গ্রেপ্তারকৃতরা ওই কারখানার কর্মচারী বলে জানা যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা কর্ণফুলীর থানার উপ পরির্দশক আওরঙ্গজেব জানান, গত মঙ্গলবার বিকালে ১৯ নম্বর ফ্লোরের ছুটি শেষে কারখানার কর্মচারী মোহাম্মদ বাবু (২০) ও জুয়েল মানিক আকাশ (২৫) একটি কার্টুন চুরি করে নিয়ে যাওয়ার সময় নিরাপত্তা কর্মীরা ধরে পুলিশকে দেন। এঘটনায় একটি মামলা হয়। অপর দিকে একই দিন বিকালে ১১ নম্বর গেইটের কারখানায় কোয়ালিটি সিনিয়র অপারেটর মোহাম্মদ ইয়াছিন (২৫) সুকৌশলে শরীরের ভিতরে করে নীল রঙের জ্যাকেট চুরি করে নিয়ে যাওয়ার সময় নিরাপত্তা কর্মীদের হাতে ধরা পড়েন। এঘটনায়ও একটি মামলা করেছে কেইপিজেড কর্তৃপক্ষ। উভয় ঘটনায় কোরিয়ান কেইপিজেডের পৃথক দু’টির চুরি মামলায় তিন জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Related Posts