আন্তর্জাতিক ওপার বাংলা

ভারতে পুলিশকে হামলা করে পালাতে গিয়ে  টিকটকার হৃদয়সহ দুইজন গুলিবিদ্ধ

কলকাতা প্রতিনিধি

ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি তরুণীকে গণধর্ষণ ও নির্যাতনের মামলায় গ্রেফতার হয়েছেন দুই নারীসহ ছয় বাংলাদেশি। শুক্রবার সকালে তাদের নিয়ে অপরাধস্থলে গিয়েছিল পুলিশ। সেসময়ই পালানোর চেষ্টা করলে অভিযুক্ত টিকটকার হৃদয়সহ দুজনকে পায়ে গুলি করে পুলিশ। খবর আনন্দবাজারের।

ডিসিপি (বেঙ্গালুরু ইস্ট) শ্রানাপ্পা এসডি এ ব্যাপারে বলেছেন, ‘শুক্রবার ভোর ৫টা নাগাদ অপরাধস্থলে অপরাধীদের নিয়ে যাওয়া হয়েছিল। তখন দুইজন পালানোর চেষ্টা করায় পুলিশ বাধ্য হয়ে গুলি চালায়। দুইজনের পায়ে গুলি লেগেছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সম্প্রতি নেটমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, এক নারীসহ পাঁচ ব্যক্তি এক তরুণীর ওপর অত্যাচার চালাচ্ছেন। নির্যাতিতাকে গণধর্ষণ, মারধরের পাশাপাশি তার যৌনাঙ্গে বোতলও ভরে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

ভিডিও দেখে ও অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

Related Posts