চট্টগ্রাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মোহাম্মদ আলীর ইন্তেকাল

 

নিজস্ব প্রতিবেদক

ফটিকছড়ির কৃতিসন্তান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ আলী আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্তেকাল করেছেন (ইন্না……..রাজিওন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তার গ্রামের বাড়ি ফটিকছড়ি উপজেলার পাইন্দং গ্রামে।

উল্লেখ্য, ১৯৫৬ সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করা বরেণ্য এ শিক্ষাবিদ পরবর্তীতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক এবং উপাচার্য হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেন। স্যার ছিলেন আমাদের প্রিয় বিদ্যাপিঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সফল উপাচার্য, বিশ্ববিদ্যালয় মন্জুরি কমিশনের সম্মানিত সদস্য, তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, বাংলা একাডেমি প্রবর্তিত অভিধানের অন্যতম সম্পাদক এবং চবি ইংরেজি বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি।

আগামীকাল বাদে জুমা চট্টগ্রাম চান্দগাঁও আবাসিক এলাকা (বি-ব্লক) জামে মসজিদ মাঠে জানাজা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে।

Related Posts