রুপন দত্ত – আনোয়ারা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট চট্টগ্রাম শাখার উদ্যোগে সনাতন হিন্দু ধর্মীয় পরিপন্থী হিন্দু পারিবারিক আইন পরিবর্তনের প্রচেষ্টা এবং বিএনপি নেতা সাংসদ হারুনুর রশিদ ধর্মীয় সংখ্যালঘুদের সাম্প্রদায়িক কটূক্তি করার প্রতিবাদে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা গত ১৭ জুন জাতীয় সংসদে বিএনপির সাংসদ হারুনুর রশিদ ধর্মীয় সংখ্যালঘুরা লাইসেন্সধারী মদখোর বলে কুরুচিপূর্ণ ও উস্কানীমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সমাবেশে বক্তারা একটি কুচক্রী স্বার্থান্বেষী মহল হিন্দু ধর্মীয় পরিপন্থী হিন্দু পারিবারিক আইন পরিবর্তনের হীন চেষ্টার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। মানববন্ধনে বক্তারা ধর্মীয় সংখ্যালঘু হিন্দু ছেলে-মেয়েকে ধর্মান্ধরিত করা হলে তাদের পারিবারিক সম্পত্তি থেকে বঞ্চিত করা এবং ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান। বক্তারা আরো বলেন, কোনভাবে ধর্মীয় সংঘ্যালঘু হিন্দুদের পারিবারিক আইন সংশোধন, পরিবর্তন ও পরিবর্ধন মেনে নেবে না বলে জানিয়ে দেন। সমাবেশে বক্তারা জাতীয় বাজেটে ধর্মীয় সংখ্যালঘুদের জন্য ন্যায্য সংখ্যানুপাতিক আর্থিক বরাদ্দ দেওয়ার জন্য দাবি জানান। আজ ২৫ জুন শুক্রবার সকাল ১০টায় নগরীর কোতোয়ালী থানাধীন জামালখানস্থ চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে হিন্দু মহাজোট চট্টগ্রাম জেলা শাখার সভাপতি এডভোকেট যীশুকৃষ্ণ রক্ষিত এর সভাপতিত্বে অনুষ্ঠিত সনাতন হিন্দু ধর্মীয় পরিপন্থী পারিবারিক আইন পরিবর্তনের করার প্রচেষ্টা ও বিএনপি সাংসদ হারুনুর রশিদ ধর্মীয় সংখ্যালঘু হিন্দুদের নিয়ে কটূক্তি করার তীব্র প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সঞ্চালনা করেন চট্টগ্রাম হিন্দু মহাজোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সজল মজুমদার। মানববন্ধনে মুখ্য আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের উপদেষ্টা ও গীতাশিক্ষা কমিটির প্রধান পৃষ্ঠপোষক এডভোকেট তপন কান্তি দাশ। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্বাধীনতা পার্টি জেএসপি’র সি: যুগ্ম মহাসচিব দীপক কুমার পালিত। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট যুগ্ম সভাপতি বিপুল বরণ লোধ, দীপক চৌধুরী, সহ-সভাপতি নিতাই ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী সুভাষ গুহ,
বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট আনোয়ারা উপজেলার পক্ষে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক রঞ্জন দত্ত, সভাপতি উৎপল দত্ত, সাধারণ সম্পাদক সঞ্জয় নন্দী, অর্থ সম্পাদক রাজীব নন্দী সহ-সাংগঠনিক সম্পাদক শিবু দাশ, যুব ও ক্রীড়া সম্পাদক সৈকত মল্লিক, সাংস্কৃতিক সম্পাদক অজয় গুপ্ত, সহ-ক্রীড়া সম্পাদক তপন দত্ত, সাগর বিশ্বাস,