চট্টগ্রাম

হাসান এগ্রো উদ্ভোধন,বিক্রি হচ্ছে কুরবানীর গরু

 

হাসান এগ্রোতে বিক্রি করা হচ্ছে নানা জাতের গরু। নিজস্ব খামারেই বিক্রি হচ্ছে বিভিন্ন সাইজের গরু।
এ প্রসঙ্গে খামারের মালিক মো.আবুল হাসান বলেন,
আমাদের নিজস্ব খামার থেকে সম্পূর্ণ হালাল উপায়ে, ন্যাচারাল পদ্বতিতে গরুকে লালন পালন করে বড় করে বিক্রি করছি। পবিত্র কুরবানির পশুর জন্য আপনার পছন্দের গরুটি শেষ হয়ে যাওয়ার আগেই সংগ্রহ করুন। বিভিন্ন সাইজের এবং দামের গরু আছে। সুলভ মূল্যে আমরা বিক্রি করছি। আসুন নিজের পছন্দের গরুটি নিয়ে যান।

ঠিকানা – হাসান এগ্রো, বায়েজিদ বোস্তামী মাজারের আগে চা-বোর্ডের পেছনে, ড্রীম ল্যান্ড রেসিডেন্সিয়াল এরিয়া।
মোবাইল -০১৪০২৪৯৯১৭৮

Related Posts