নাছির তালুকদার,আমিরাত থেকেঃ
বাংলাদেশ দুতাবাস আবুধাবীতে বঙ্গবন্ধু কণার স্হাপন করা হয়েছে। এ কর্ণার উদ্ভোধন করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
এতে উপস্হিত ছিলেন মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর, দুবাই কনসাল জেনারেল বি এম জামাল, দুতাবাস কর্মকতাবৃন্দ, প্রবাসী কমিনিটি নেতা বঙ্গবন্ধু পরিষদ আবুধাবী সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল , বাংলাদেশ সমিতি সভাপতি প্রকৌশলী মোয়াজেজম হোসেন . বঙ্গবন্ধু পরিষদ আবুধাবীর সাধারন সম্পাদক নাছির তালুকদার , জনতা ব্যাংক এর সিইও আমিনুল হাসান সহ প্রমুখ।