চট্টগ্রাম স্বাস্থ্য

ইউনিসেফ’র সহযোগিতায় পথচারীদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করলেন স্বাস্থ্য পরিচালক

 

কোভিড-১৯ মোকাবিলায় সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে নগরীর সাধারণ পথচারীদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। ইউনিসেফ’র সহযোগিতায় চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর এসব সামগ্রী বিতরণ করেন। সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিল-লাক্স সাবান, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. সেখ ফজলে রাব্বী, স্বাস্থ্য পরিচালক দপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. কমরুল আযাদ, ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান প্রমূখ। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় অনুষ্ঠানের আয়োজন করেন।
চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর বলেন, অসচেতনতার কারণে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। করোনা রোধে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জরুরী প্রয়োজনে ঘরের বাইরে গেলে শারীরিক ও সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। আমরা সবাই সচেতন হলে করোনা যুদ্ধে জয়ী হবো। ###

Related Posts