আন্তর্জাতিক বিদেশ

কাবুল বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বোমা হামলা, শিশুসহ ১৬ জন নিহত

সিনিউজ ডেস্ক
আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে প্রবেশপথে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। সেখানে গোলাগুলিও হয়েছে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। পেন্টাগন থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে।

তালেবানের এক কর্মকর্তা জানিয়েছেন, এ হামলায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। ওই কর্মকর্তা বলেন, সংখ্যায় নারী ও শিশু রয়েছে এবং বেশ কয়েকজন তালেবান রক্ষীও আহত হয়েছেন। বলা হচ্ছে, অন্তত দু’জন এই আত্মঘাতী হামলায় অংশ নেয়।

কাবুল বিমানবন্দরের বাইরে বিস্ফোরণের পর প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, রক্তমাখা কাপড়ে আহতদের দুই চাকার বাহনে করে নিয়ে যাওয়া হচ্ছে। নারী, পুরুষ ও শিশু কেউ কেউ মাথায় ব্যান্ডেজ পরিহিত অবস্থায় ঘটনাস্থল থেকে পালিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, পশ্চিমা সৈন্য-নাগরিক ও তাদের আফগান সহযোগীদের সরিয়ে নেওয়ার ব্যাপক তোড়জোড়ের মধ্যে রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের এই আত্মঘাতী হামলায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। সূত্র : বিবিসি ও আল-জাজিরা।

Related Posts