বাংলাদেশ ট্রাক, কাভার্ডভ্যান, ট্যাংকলরী, প্রাইমমুভার মালিক শ্রমিক সমন্বয় পরিষদের ১০ দফা দাবি বাস্তবায়নকল্পে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে এক সভা বাংলাদেশ সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অদ্যকার দাবি বাস্তবায়ন সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি সাবেক নৌপরিবহনমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এম পি, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও সাবেক এল জি আর ডি প্রতিমন্ত্রী, বিরোধীদলীয় চীপ হুইপ মশিউর রহমান রাঙ্গা এম পি, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বেনজির আহমেদ, এন এস আই ডিজি,যোগাযোগ সচিব, বি আর টি এ চেয়ারম্যান, এডিশনাল আই জি হাইওয়ে, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ ওচমান আলী, মালিক শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক রুস্তম আলী খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ আবদুল মান্নান, সদস্য সচিব তাজুল ইসলাম তাজু, যুগ্ম আহ্বায়ক আবুবকর ছিদ্দিক, যুগ্ম আহ্বায়ক মোঃ নূরুল আবছার, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোহেল ও ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি শফিকুর রহমান শফি। উক্ত সভায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাল কামাল পণ্য পরিবহনের ১০ দফা দাবি পূরণ করে সরকার সমন্বয় পরিষদের সর্বস্তরের মালিক শ্রমিকের পাশে থাকার আশ্বাস প্রদান করায় কেন্দ্রীয় সমন্বয় পরিষদ সহ চট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহন মালিক ফেডারেশনের পক্ষ থেকে মহান আল্লাহর প্রতি শোকরীয়া ও সরকারের প্রতি এবং উর্ধ্বতন কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।