চট্টগ্রাম সিটি কর্পোরেশন

 চকবাজার ওয়ার্ড উপ-নির্বাচন ইমরানের ‘লাটিম মার্কা’র সমর্থনে বীর মুক্তিযোদ্ধা ও সন্তানদের পথসভা

 

আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিতব্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ১৬নং চকবাজার ওয়ার্ড উপ-নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মহানগর কমিটির সদস্য সচিব কাজী মুহাম্মদ রাজিশ ইমরানের ‘লাটিম মার্কা’র সমর্থনে বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধার সন্তানরা নির্বাচনী প্রচারণা ও পথসভার আয়োজন করেন। আজ ১অক্টোবর ২০২১ ইংরেজি শুক্রবার বিকেলে নগরীর জয়নগর, চন্দনপুরা, দানু বাপের বাড়ী, গনি বেকারি, প্যার্সি হিল, গুলজার মোড়, অলি খাঁ মসজিদ মোড় ও প্রবর্ত্তক মোড়ে অনুষ্ঠিত পৃথক গণসংযোগ ও পথসভায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ বলেন, সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে ১৬নং চকবাজার ওয়ার্ডে কাজী মুহাম্মদ রাজিশ ইমরানের কোন বিকল্প নেই। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধকালীন বিএলএফ কমান্ডার কাজী ইনামুল হক দানুর সুযোগ্য পুত্র কাজী মুহাম্মদ ইমরান দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, ক্রীড়া ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করছেন। আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিতব্য ১৬নং চকবাজার ওয়ার্ড উপ-নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী কাজী মুহাম্মদ রাজিশ ইমরানকে ‘লাটিম মার্কায়’ ভোট দিয়ে জয়যুক্ত করতে চকবাজার ওয়ার্ডের সম্মানিত ভোটারদের প্রতি অনুরোধ জানান তিনি।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কাজী নুরুল আবছার, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ সরওয়ার আলম চৌধুরী মনি, চট্টগ্রাম মহানগর কমিটির আহবায়ক সাহেদ মুরাদ সাকু, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান সজিব, যুগ্ম আহবায়ক মোহাম্মদ সাজ্জাদ হোসেন, জেলা কমিটির সদস্য সচিব মোঃ কামরুল হুদা পাভেল, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা বিবি গুল জান্নাত, এম মইনুল আলম সৌরভ, হাসান মোঃ আবু হান্নান, জয়নুল আবেদীন, মেজবা উদ্দিন আজাদ, জয়নুদ্দিন জয়, ইশতিয়াক রুমি, ওয়াসিফুল হক চৌধুরী, ইঞ্জিনিয়ার নাজমুল আলম, মো রাকিব, তফাজ্জল ইলাহি, মোঃ আমজাদ, নাসির খান, হারুন অর রশিদ, সাইফুল্লাহ মাহমুদ, ইসমাইল হোসেন রুবেল, নিলয় সকুর অনিক, শেখ সাদিক, মোঃ ফরিদ উদ্দিন, নইম উদ্দিন প্রমুখ।###

Related Posts