চট্টগ্রাম

চকবাজার ওয়ার্ড কাউন্সিলর উপ-নির্বাচনে মনোনয়ন ফর্ম সংগ্রহ করলেন কাজী রাজিশ ইমরান

 

আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিতব্য চট্টগ্রাম সিটি করপোরেশনের অধীন (চসিক) ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড কাউন্সিলর উপ-নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী ইনামুল হক দানুর জ্যোষ্ঠ পুত্র মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মহানগরের সদস্য সচিব ও মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য কাজী মুহাম্মদ রাজিশ ইমরান। গতকাল বেলা ১টায় বাংলাদেশ নির্বাচন কমিশন চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে দায়িত্বরত কর্মকর্তার কাছ থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন তিনি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহম্মদ, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, চট্টল শার্দুল এম এ আজিজের পুত্র মহানগর আওয়ামী লীগের সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, মুক্তিযুদ্ধের সংগঠক কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইসহাক মিয়া এমপি’র পুত্র রেদোয়ান আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মরহুম এমপি কফিল উদ্দিনের পুত্র মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মহানগর কমিটির আহবায়ক শাহেদ মুরাদ সাকু, যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান সজিব, যুগ্ম-আহ্বায়ক মোঃ সাজ্জাদ হোসেন, সিনিয়র সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ ওমর ফারুক রাসেল, বীর মুক্তিযোদ্ধা’র সন্তান এস.এম ইশতিয়াক আহমেদ রুমী, উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সি.ইন.সি জাফর আহম্মদের সন্তান জয়নুদ্দীন আহম্মদ, বীর মুক্তিযোদ্ধার সন্তান যথাক্রমে সৌরভ আলম, রিপন চৌধুরী, নুরুল আলম, তানজির শহিদ হিমেল, কাজী ইয়াসির রায়হান, আবুল বাশার হেলাল, এএসএন রিমন, রাশেদ কামাল বাবু, তানভীর আলম চৌধুরী, অনিক, গিয়াস সিদ্দিকী, আরিফ উদ্দিন, মাসুদুর রহমান, মোঃ ইসমাইল উদ্দিন ফয়সাল, জয়ন্ত চৌধুরী প্রমুখ। নির্বাচনে কাজী রাজিশ ইমরানের আওয়ামী লীগের দলীয় সমর্থন পাওয়া ও কাউন্সিলর নির্বাচনে জয়ের ব্যাপারে কমান্ডার মোজাফফর আহম্মদ আশাবাদ ব্যক্ত করে তাকে বিজয়ী করার জন্য ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড এলাকাবাসীর কাছে উদাত্ত আহ্বান জানান।###

Related Posts