উপজেলা চট্টগ্রাম

শঙ্করমঠের অধ্যক্ষ স্বামী তপনানন্দ গিরির আবির্ভাব উৎসব উদযাপন

 

সীতাকুÐস্থ শঙ্করমঠের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজের ৬৬তম শুভ আবির্ভাব দিবস আজ ২৭ নভেম্বর শনিবার মাঙ্গলিক কর্মসূচীর মধ্যে দিয়ে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সকাল থেকে আয়োজিত বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল-বিশেষ গুরুপূজা, মঙ্গলারতি, শ্রীশ্রী বিশ্বশান্তি গীতাযজ্ঞ, গুরুবন্দনা, পবিত্র বেদ পাঠ, শ্রীশ্রী চÐীপাঠ ও প্রসাদ বিতরণ। অনুষ্ঠানে আর্শিবাদক ছিলেন আমেরিকার কলরেডো নিবাসী ঋষিশ্রেষ্ঠ শ্রীমৎ পরমানন্দ সরস্বতী। ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন শ্রীমৎ জগদীশ্বরানন্দ ব্রহ্মচারী, শ্রীমৎ পুলকানন্দ ব্রহ্মচারী, শ্রীমৎ রূপকানন্দ ব্রহ্মচারীসহ মঠের সাধু-সন্তুবৃন্দ। আবির্ভাব উৎসবে ভক্তবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব লায়ন অদুল কান্তি চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক তড়িৎ কুমার ভট্টাচার্য্য, প্রফেসর কেশব কুমার চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা রনজিত কুমার মল্লিক, অজিত কুমার শীল, রনধীর ঘোষ রায়, সাংবাদিক রনজিত কুমার শীল, লায়ন দিলীপ কুমার শীল, বাসুদেব দাশ, মাস্টার অজিত কুমার শীল, অর্পণ ধর, প্রবাসী প্রসনজিত শীল, লিটন পাল প্রমূখ।
গৌরবদীপ্ত শঙ্করমঠের শতবর্ষপূর্তি ও মঠের অধীনে প্রতিষ্ঠিত শ্রীশ্রী বিশ্বনাথ মন্দিরের দ্বারোদঘাটন উপলক্ষে আয়োজিত ৮ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান মঠের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। একইসাথে অনুষ্ঠানে সীতাকুÐ উপজেলা প্রশাসন, পৌর প্রশাসক, প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়া, আইন-শৃঙ্খলা বাহিনী, শতবর্ষ উৎসব উদযাপন কমিটি, বিভিন্ন উপ-কমিটি ও অন্যান্য সেবা সংস্থাকে অভিনন্দন জানান তিনি।
শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ বলেন, শ্রীমদ্ভগবদ্গীতা প্রচারের মাধ্যমে অসাম্প্রদায়িক দেশ গড়া সম্ভব। ধর্ম চেতনা ও ধর্মবোধ মানুষকে সত্য সনাতন সুন্দরের পথে পরিচালিত করার ফলে সমাজ থেকে অন্যায়-অনাচার দূরীভূত হয়। এখানে মঠ-মন্দির শুধু ধর্ম চর্চার সাধনা করে না। মানুষের মধ্যে পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধাবোধ সৃষ্টি ও সভ্যতাকে এগিয়ে নিতে সহায়তা করে। ধর্মবোধ মানুষকে ন্যায়ের শিক্ষা দিয়ে সভ্য করেছে।
তিনি বলেন, বিশ্বজনীন ধর্মগ্রন্থ শ্রীশ্রীমদ্ভগবত গীতার কর্ম, জ্ঞান ও ভক্তি মানুষকে নানা অপকর্ম থেকে বিরত রাখে। সত্যিকার অর্থে নিষ্কাম কর্ম এবং অন্ধাকারাচ্ছন্ন পথ থেকে উত্তরণের জন্য মনুষ্যত্বের সাধনা করাই হলো গীতা শিক্ষা। গীতার আদর্শ ও উদ্দেশ্য বুকে ধারণ করতে পারলে সুন্দর সমাজ বিনির্মাণ হবে। ####

Related Posts